ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মধুসূদনের ২০০তম জন্মবার্ষিকী সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মধুমেলার উদ্বোধন করেন।

মেলার প্রথম দিনেই মধুপল্লি, কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীর, বিদায় ঘাট, বুড়ো কাঠবাদাম গাছ তলাসহ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলার মাঠে ড্রাগন ট্রেন ঘিরে ও নাগরদোলায় শিশুরা আনন্দে মেতে উঠে। গ্রামীণ পসরাগুলোতে বিভিন্ন মালামাল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। প্রথম দিন বেচা-কেনা তেমন লক্ষ্য করা না গেলেও সন্ধ্যার পর মধুভক্তদের পদচারণায় মেলার মাঠ ভোরে উঠে। বিশেষ করে কপোতাক্ষের দুই তীর জুড়ে নানাবয়সী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এবারের মেলা উপলক্ষে মধুমঞ্চে আলোচনার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণীয় করতে মেলায় সার্কাস, যাদু, মৃত্যুকুপ, নাগরদোলা বসানো হয়েছে। মেলার মাঠে বসেছে ১৫১টি বিভিন্ন পসরার স্টল। এছাড়া বিভিন্ন খাবারের দোকানসহ শত শত ছোট ছোট দোকানও রয়েছে। প্রতিদিন মধু মঞ্চে থাকছে উন্মুক্ত যাত্রা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও কবির জীবনীর ওপর আলোচনা।

1

প্রতিদিনই মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে সাগরদাঁড়িসহ চারপাশের গ্রামগুলোতে দূরের আত্মীয়-স্বজন এসেছেন বলে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার সুভাষ দেবনাথ জানিয়েছেন। যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী এ মধুমেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবছর সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলা ২দিন বাড়িয়ে ৯ দিন করায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মেলার মাঠে কথা হয় তালা উপজেলার শার্শা গ্রাম থেকে আসা রমেশ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, প্রথম দিনেই পরিবার পরিজন নিয়ে সাগরদাঁড়ির মেলার মাঠ থেকে সাংসারিক বিভিন্ন মালামাল কিনেছেন।

মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। আশরাফ-উজ-জামান খান, কেশবপুর (যশোর) সংবাদদাতা উৎস: ইত্তেফাক

 

 

 

 

শেয়ার করুনঃ