ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মিরসরাইয়ের বারইয়ারহাট আই.টি সেন্টারের শিক্ষা সফর সম্পন্ন

মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট আই.টি সেন্টার এর শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) দিনব্যাপী শিক্ষা সফর বারইয়ারহাট আইটি সেন্টারের সার্বিক তত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সী-বিচে কোলাহল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আইটি সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী আকতার হোসেন , মোশারফ হোসাইন, প্রশিক্ষক ও কম্পিউটার অপারেটর  নুরুল আলম, আরাফাত হোসেন ও শাহীন আলম, সদ্য সমাপ্ত কোর্সের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ ৬০ জন উক্ত সফরে অংশ নেন। শিক্ষা সফর সুন্দরভাবে পরিচালনার কাজে সহযোগিতায় ছিলেন জুয়েল শীল, হৃদয় দেবনাথ, সাইফুল ইসলাম, আফজাল চৌধুরী, আকাশ চন্দ্র নাথ ও মোমেনা আক্তার আঁখি।
শিক্ষা সফর স্পট গুলিয়াখালী সী-বিচে সকালের নাস্তা, দুপুরের খাবার পরিবেশনের পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়।
বারইয়ারহাট আইটি সেন্টার এর পরিচালক রুবেল চন্দ্র শীল জানান, বেসরকারীভাবে ২০১০ সালে আই.টি সেন্টারের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে কারিগরি প্রশিক্ষণ বিস্তার ও সরকারীভাবে সনদ প্রদানের কথা চিন্তা করে এবং বেকারদেরকে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ২০১১ সালে অনুমোদনের জন্য আবেদন করা করা হয়। তারই প্রেক্ষিতে ২০১৩ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয় যাহার নিবন্ধন নং-৭০১৬০।
একই বছর বোর্ডের ১ম ব্যাচে ১৮ জন শিক্ষার্থী দ্বারা এপ্রিল-জুন সেশনে পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু হয়। শুরু থেকে অদ্যবধি প্রায় ১১২০ ছাত্র-ছাত্রী অত্র সেন্টারের মাধ্যমে বোর্ড পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়ে সনদ গ্রহণ করে বিভিন্ন স্থানে কর্মরত আছে। বর্তমান ব্যাচে জুলাই-ডিসেম্বর (৬মাস) অক্টোবর ডিসেম্বর(৩মাস)- ২০২৩ সেশনে মিলে ৭৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে আগামী ২৬ জানুয়ারী ২০২৪ তারিখে ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বোর্ড চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অত্র সেন্টারে কারিগরি বোর্ডের অধীনে ৪টি বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে সেগুলো হলো- ৩/৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ও হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং। কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আউটসোর্সিং সহ নতুন কিছু কোর্স অন্তর্ভূক্ত করা হবে এবং বাংলাদেশের উন্নয়নে ও কারিগরি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি আই.টি সেন্টারও সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ