
ডেস্ক রিপোর্ট :
দেশের সামগ্রিক মূল্যস্ফিতি,অর্থনৈতিক টানাপোড়ন, ব্যাংকিং সেক্টরে অস্থিরতা জনজীবনে দূর্যোগ নেমে আসবে এ ধরনের নানা গুঞ্জনের আভাস পাওয়া যাচ্ছে বলে সন্মিলিত সামাজিক আন্দোলনের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ ১৯ জানুয়ারি ২০২৪ সংগঠনের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার পাঠানো বিবৃতিতে বলা হয়, দেশের সামগ্রিক মূল্যস্ফীতি,অর্থনৈতিক টানাপোড়ন, ব্যাংকিং সেক্টরে অস্থিরতা জনজীবনে দূর্যোগ নেমে আসবে বলে নানা গুঞ্জনের আভাস পাওয়া যাচ্ছে। পুরো মৌসুমে সব ধরনের শাকসব্জী, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠেছে। সদ্য নির্বাচিত সরকারের বাস্তব মূখী টেকসই কোন গণমূখী পরিকল্পনার কথা চোখে না পড়ায় মানুষ হতাশায় নিমজ্জিত। ইতোমধ্যে দেশে সকল ধরনের ব্যবসা বানিজ্যে সিন্ডিকেটের প্রভাব শক্তিশালী হয়ে উঠেছে। মূলত সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রিত হওয়া জনদূর্ভোগ চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাকরি, সরকার জনদূর্ভোগ নিরসনে সকল প্রকার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন। সাধারন মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন।
গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনোত্তর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে বাগেরহাট, শরিয়তপুর, সুনামগঞ্জ, নাটোর জেলা সহ বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে আক্রমণ, অনেক যায়গায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা খুবই নিন্দনীয়। আমরা দেশের সামগ্রিক স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার ও প্রশাসনের আন্তরিক উদ্যোগ কামনা করছি। আমরা কঠোর হস্তে সকল অনিয়ম, নিপীড়ন, দূর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা প্রতিহত করার দাবি জানাচ্ছি।
আজ ১৯ জানুয়ারি ২০২৪ বিকাল চারটায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করনীয় নির্ধারনে এক সভায় নেতৃবৃন্দ উপরিউক্ত মন্তব্য করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, এডভোকেট পারভেজ হাসেম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদক মন্ডলীর সদস্য মো, ইসমাইল হোসেন, জুবায়ের আলম, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির প্রমূখ,