
নড়াইলের কালিয়ায় মিনহাজুল আবেদিন বাবু (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিনহাজুল আবেদিন বাবু (২৮) কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে। গতকাল (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজারের তছিকুল ইসলাম এর ওষুধের দোকানের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এস আই (নি:) এইচ এম সাইফুল্লাহ, এস আই(নিঃ) টিপু সুলতান ও এ এস আই (নিঃ) তুহিন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিনহাজুল আবেদিন বাবু (২৮) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।