
দিনাজপুরের ঘোড়াঘাটে ত্রাণ ও র্দুযোগ ব্যবস্থাপনা শাখার বরাদ্দ সরকারি ২৪০ পিচ কম্বল শীর্তাতদের মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্দ এ সব শশীত বস্ত্র কম্বল প্রয়োজনের তুলনায় ◌্অপ্রতুল। এ সব শীত বস্ত্র কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কাযালয় থেকে বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন, উপজেলা র্নিবাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কাযালয়ের ত্রাণ ও র্দুযোগ ব্যবস্থাপনা শাখা জানান, প্রথম দফায় এ উপজেলায় ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কাযালয়ের ত্রাণ ও র্দুযোগ ব্যবস্থাপনা শাখা থেকে উপজেলা র্নিবাহী অফিসারের মাধ্যমে সরকারি ভাবে ২ হাজার ৭৪০ পিচ কম্বল শীর্তাত মানুষের জন্য বিতরণ করা হয়।তা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল।
পরর্বতীতে আরোও শীত বস্ত্র কম্বলের চাহিদা হেয়ে ২য়দফায় উপজেলা ত্রাণ ও র্দুযোগ ব্যবস্থাপনা শাখা থেকে জেলা প্রশাসক বরাবরে বরাদ্দ চেয়ে আবদন করা হয়।আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকে র্কাযালয়ের ত্রাণ ও র্দুযোগ ব্যবস্থাপনা শাখা একটি পৌরসভা ও একটি উপজেলার জন্য আরোও ২৪০ পিচ কম্বল শীত বস্ত্র কম্বল বরাদ্দ দেয়।
পৌরসভায় ৪৮টি উপজেলার বুলাকীপুর ইউয়িনে ৪৮টি,পালশা ইউনিয়নে ৪৮টিসিংড়া ইউনিয়নে ৪৮টি ও ঘোড়ঘাট ইউনিয়নে ৪৮টি করে কম্বল বিতরণ করা হয়।