
বরগুনার আমতলীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১(অক্টোবর) সকাল ১০ টায় আমতলীর গুলিশাখালি ইউনিয়ন পরিষদের হল রুমে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গুলিশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এইচ এম মনিরুল ইসলাম (মনি)।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভুদ্ধকরণ সভায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের প্রয়োজনীতার গুরুত্ব তুলে ধরেন। মৎস্য সম্পদ শামুক, ঝিনুক এবং মুক্তা চাষের গুরুত্ব আরোপ করে সভায় জানানো হয় মাছ চাষের পাশাপাশি খামারিদের মুক্তা চাষ করার সুযোগ রয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান।
নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের মাছ ধরার পাশাপাশি অন্য কাজের আগ্রহ থাকলে জীবন যাপনে সমস্যা হবেনা বলে জানান। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিস অফিসার এস এম ফারাহ, ফিল্ড ফেসিলিটেটর মোঃ আরিফুর রহমান, ইসরাত হোসেন হিমেল প্রমুখ।