নয়ন হোসেন হরিপুর প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমানসংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ। স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য প্রদর্শকের পূর্বের নিয়োগ বিধি ধারা হলেও সকলের প্রশিক্ষণ বিহীন স্নাতক পাস স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে এ বিষয়ে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ২৪শে জুন মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে স্বাস্থ্য সহকারীগনের সকাল ৮ টা থেকে দশটা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, কাজী আবু হানিফা,সহ সভাপতি রেহেনা বেগম,ও আজিজুল হক,সাধারণ সম্পাদক বজলার রসিদ মানিক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান দপ্তর সম্পাদক খয়বুর রহমান, স্বাস্থ্য সম্পাদক মিজানুর রহমান মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা খাতুন সহ সকল স্বাস্থ্য সহকারীগন এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।