
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ লেবুখালী ইউপির পাগলায় বিরতি রেস্তোরাঁয় ঔষধ কোম্পানির প্রতিনিধি ও ঔষধ ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর, শনিবার সকাল ১০টায় লেবুখালীর পাগলা নামক স্থানের দক্ষিন পশ্চিম পার্শ্বে বিরতি রেস্তোরাঁয় এক মতবিনিময় সভা আয়োজন করেন। মতবিনিময় সভায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি হালিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ঔষধ তত্বাবাধায়ক শিকদার মো কামরুল ইসলাম ও সহকারী পরিচালক ,কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সম্পাদক সৈয়দ জাকির হোসেন সহ ঔষধ কোম্পানীর প্রতিনিধিগন এবং কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ঔষধ ব্যাবসায়ী নেতৃবৃন্দ ।
উপস্থিতিতে পটুয়াখালী জেলার ঔষধ তত্বাবাধায়ক শিকদার মো কামরুল ইসলাম সকলকে অবহিত করেন যে, সরকারী নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করা, দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ না রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে আলোচনা করেন ।