
এগারো পেরিয়ে বারোতে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার সময় পটুয়াখালী প্রেসক্লাবে উক্ত টেলিভিশনের এ কেককাটা অনুষ্ঠান এ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি’র আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন’র সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম জেলা পুুলিশ সুপার পটুয়াখালী।
এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী’র অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)।
অন্যদিকে উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্য্যকরী কমিটির সদস্য কাজী সামসুর রহমান ইকবাল,
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান কার্য্যকরী কমিটির সদস্য স্বপন ব্যার্নাজী ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত।
টেলি ভিশনের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে এসময় পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন ও বর্তমান যুগ্ন সাধারণ মোঃ জাহাঙ্গীর হোসেন সহ সুধীজন এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।