
ডেস্ক রিপোর্ট :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রধান অতিথি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, একটি দেশের অর্থনীতি সহ সামগ্রিক উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর। যার জন্য শিক্ষার গুনগতমান তথা স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা শুধুমাত্র পরীক্ষায় নম্বর অর্জনের জন্য নয়, শিক্ষা অর্জন করতে হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি, জাগ্রত বিবেক এবং জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য। এতে অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হলে নতুন শিক্ষাক্রম আমাদের সাদরে গ্রহণ করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড.তারেক মাহমুদ আবীর। অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।