প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
পটিয়ায় বিএনপি নেতা খলিলুর রহমান বাবু’র মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও কচুয়াই ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব খলিলুর রহমান বাবু (৬০) অদ্য ১৮ জানুয়ারি — ২০২৪ইং বিকাল ৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মরহুম জনাব খলিলুর রহমান বাবু'র মৃত্যুতে চট্টগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন — চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
আজ এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, খলিলুর রহমান বাবু'র মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার—পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে পটিয়া উপজেলা ও কচুয়াই ইউনিয়ন বিএনপি—কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ ভূমিকার জন্য তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে তিনি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। বিএনপি’র বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক—ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সৎ, স্বজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। দোয়া করি — মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব ও শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
আমরা খলিলুর রহমান বাবু'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.