ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

হাতিয়ায় সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামীলীগ সরকারের গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১শে অক্টোবর (রোজ শনিবার) সকালে উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারে প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন প্রকল্পভুক্ত সুবিধাভোগীরা।

জাহাজমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে, গেস্ট অব অনার স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এমপি’র উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাক্তন সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, হাতিয়া পৌরসভা মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন, জাহাজমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মাছুম বিল্লা,উপজেলা আওয়ামীলীগের সদস্য আশীক আলি অমি, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মহিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আমান উল্যা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিসান আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে আওয়ামীলীগ’কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান। সরকারে প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভাতা পাওয়া সুবিধাভোগীরা। এসব সুবিধা ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জাহাজমারা ৫নং ওয়ার্ডের বাসিন্ধা প্রবীণ জয়নাল আবেদিন। উপবৃত্তি পাওয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহজাবীন সেতু ও ন্যায্য মূল্যে পন্য ক্রয় করার সূযোগ পাওয়া এক নং ওয়ার্ডের বাসিন্ধা বৃদ্ধ নুরুল ইসলাম সহ অনেকে। সুবিধাভোগীরা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সুবিধার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী স্থানীয় উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকা এবং সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে সকলের দোয়া প্রত্যাশা করেন। জাহাজমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এ সভায় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। সভা শেষে তাদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।উল্লেখ্য,হাতিয়ার ১১টি ইউনিয়নের মধ্যে জাহাজমারা সবচেয়ে বড় ও অধিক জনবসতি পূর্ণ ইউনিয়ন। এখানে সরকারের সুরক্ষা প্রকল্পের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি সহ বিভিন্ন ভাবে ৪ হাজার ৫শত ৪৭জন মাসিক ভাতা পেয়ে থাকেন। এত সরকারে প্রতিবছর এই ইউনিয়নে ব্যয় হয় ৪কোটি ৮৯ লাখ ৭২ হাজার ৬শত টাকা।

শেয়ার করুনঃ