ঝালকাঠির রাজাপুরে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. মোঃ নাজমুল হোসেন (২৮) ও মোঃ রুবেল হাওলাদার (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে উপজেলার পুটিয়াখালী এলাকায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাজমুল পুটিয়াখালী এলাকার মোঃ সুলতান এর ছেলে এবং রুবেল আদাখোলা এলাকার আলী হোসেন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।