
ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এসময় শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও কমিটির প্রধান উপদেষ্টা এডিএম শহিদুল ইসলাম সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির,অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল,পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সেইসাথে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি সভায় সিএনজি ও অটো রিক্সার অবৈধ চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দেন। সেইসাথে মাদকের বিস্তার রোধ ও অবৈধ বালু,পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক,
ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী, বিজিবির প্রতিনিধি জুলফিকার আলী প্রমুখ। সভায় ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।
সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্বাস্থ্য বিভাগ,কৃষি বিভাগ, এলজিইডি প্রাণী সম্পদ ও ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।