
শারদীয় দুর্গাপূজায় অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে পিছিয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার ( ২১ অক্টোবর ) দুপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন,‘ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। সবাই মিলে আমরা একসাথে পূজার আনন্দ উপভোগ করবো।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সভাপতি পঙ্কজ নাথ।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, “ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাঙালী, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আবহমানকাল থেকে আমাদের দেশে এ পূজা উদযাপিত হয়ে আসছে। এটাই সম্প্রীতির বাংলাদেশ।
তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করতে বদ্ধ পরিকর।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে