
আজ ১৭/০১/২০২৪ বৃহস্পতিবার খুলনা থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশনায় খুলনা থানার পুলিশ অফিসাররা খুলনার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিদের নিষিদ্ধ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ মেহেদী হাসান(২৩), পিতা-নিয়ামুল কবির, মাতা-ববিতা বেগম ,স্থায়ী: (নৈহাটী, শ্রীরামপুর) , উপজেলা/থানা- রূপসা, জেলা -খুলনাকে ধৃত পূর্বক ৫০(পঞ্চাশ) পিস অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৫(পাঁচ) গ্রাম, যার মূল্য অনুমান ১২,৫০০/-(বার হাজার পাঁচশত) টাকা এবং ২) মোঃ মুন্না হাওলাদার(২৮), পিতা-মোঃ জামাল হাওলাদার, মাতা-সুরমা বেগম ,স্থায়ী: (৫নং মাছঘাট, পুলিশ ব্যারাকের পেছনে, উপজেলা/থানা- খুলনা সদর, জেলা -খুলনাকে ধৃত পূর্বক ৫০(পঞ্চাশ) টি ছোট প্যাকেট কথিত হেরোইন, যার ওজন ০৫(পাঁচ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা উদ্ধার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে অত্র থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।