
ডেস্ক রিপোর্ট :
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে, গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পিএসসির তথ্যমতে, এবার বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩,১৪০টি। এসব পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০৮টি।