
এগারো পেরিয়ে বারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন”এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলীতে আলোচনা সভার মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এশিয়ান টিভির রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী ফ্রেশ ক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার দৈনিক পূর্বদেশ প্রতিনিধ,হাবীবুল্লাহ মিসবাহ দৈনিক পার্বত্য চট্টগ্রামের উপজেলা প্রতিনিধি,মিন্টু কান্তি নাথ দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি,নুসরাত জাহান নিশু বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি,উচাপ্রূ মারমা দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি,আইযুব চৌধুরী দৈনিক সাঙ্গু পত্রিকার উপজেলা প্রতিনিধ সহ আরও অনেকে।বক্তারা এশিয়ান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।