গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে কোহিনুর বেগম (৫২) নামের এক মহিলার পুরো শরীর ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরী গ্রামে। সে ওই গ্রামের মোঃ গোলজার মিয়ার স্ত্রী। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা সকালে নিজ বাড়ির আঙ্গিনায় বসে শীত নিবারনের জন্য খরকুটা দিয়ে আগুন উঠিয়ে আগুনের তাপ পোহাতে গেলে অসাবধানতাবশত গায়ে থাকা কাপড়ে আগুন লেগে যায়। আশেপাশে কেউ না থাকায় তার চিৎকারে প্রতিবেশীরা আসার আগেই পুরো শরীরই ঝলসে যায়।পরে প্রতিবেশিরা আগুন নেভাতে সক্ষম হয়।
এঘটনায় প্রতিবেশীরা জানান, হঠাৎ করেই চাচীর কান্নার চিৎকার শুনতে পাই।দৌড়ে এসে দেখি সারা গায়ে আগুন। একে সে আগে থেকেই অসুস্থ ছিল। আগুন নেভানোর আগেই পুরো শরীর পুড়ে যায়।
প্রতিবেশি কামরুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে লাগাতার শীতের তীব্রতায় আগুন পোহাতে গেলে অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে এ দূর্ঘটনা ঘটে। আমি খবর পেয়ে এসে দেখি পুরো শরীরই ঝলসে গেছে। তাদের পারিবারিক অবস্থা খুইব খারাপ সকলের সহযোগিতা কামনা করছি।
এ রির্পোট লেখা পযর্ন্ত অগ্নিদগ্ধ ঔ মহিলাকে আশংকাজনক অবস্থায় বাড়িতেই রাখা হয়েছে।