ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

একুশে বইমেলার স্টল নির্মাণের কাজ চলছে পুরোদমে

ডেস্ক রিপোর্ট :

আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে একুশের বইমেলা। প্রায় দোরগোড়ায়‌ এসে গেল ভাষার মাস ফেব্রুয়ারি। এজন্য চলছে বইমেলার নানা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫২’র সেই ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে অমর একুশে বইমেলা।

প্রতি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি থেকে বইমেলার আয়োজন করছে বাংলা একাডেমি। তবে এবারের বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে বেশ ভালোভাবেই। পুরোদমে চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কর্মযজ্ঞ।

গতবারের মতো রমনা কালীমন্দিরের পাশে পড়েছে শিশু চত্বর। মেলার অন্যান্য স্টলের অবকাঠামো দাঁড়িয়ে গেলেও বুধবার শুরু হয় শিশু চত্বরের নির্মাণকাজ। শিশু চত্বরে কাজ মাত্র শুরু হয়েছে । আশা করা যায় আগামী ১০-১২ দিনের মধ্যে শেষ হবে। ১ তারিখ থেকেই মেলা শুরু করা যাবে। বাংলা একাডেমির আঙিনায় উদ্বোধনী প্যান্ডেলের নির্মাণ শেষ হলেও প্রায় অর্ধেক স্টলের কাঠামো এখনও দাঁড়ায়নি। এ বিষয়ে বইমেলা আয়োজক কমিটির সদস্য বলেন, বইমেলায় আগের তালিকাভুক্ত ৯৯১টি প্রকাশনা রয়েছে। গত ২৮ ডিসেম্বরে আবেদনের বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন আরও ৭৭টি প্রতিষ্ঠান মেলায় স্টলের জন্য আবেদন করেছে। মেলার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, মেলার প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। মেলা যথাযথ সময়ে শুরু হবে। এবার মেলার স্টল নির্মাণসহ পুরো দায়িত্ব বাংলা একাডেমি নিয়েছে। এবারের মেলা সঠিক সময়েই শুরু হবে।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, আর্চওয়ে, বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন, তথ্যকেন্দ্র, মোড়ক উন্মোচন কেন্দ্র ও ‘লেখক বলছি’ মঞ্চের ইন্টেরিয়র কাজ সম্পন্ন করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, একুশে বইমেলা উপলক্ষে প্রকাশকদের মাঝে ডিজিটালাইজড পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি সকাল ১১টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন।

শেয়ার করুনঃ