
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে সপ্তাহব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ১৫ জানুয়ারী সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি ও উদ্বোধক ব্রাহ্মণবাড়িয়া- ২( আশুগঞ্জ – সরাইল) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মঈনুদ্দিন মঈন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজি তাহমিনা শারমিন,
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওগত আকবর খান, চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজি মহিউদ্দিন মোল্লা, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া,লালপুর ইউপি চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওগত আকবর খান, চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজি মহিউদ্দিন মোল্লা, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া,লালপুর ইউপি চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী।
উক্ত বিজ্ঞান মেলা ও আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরাসরি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ রহমান, আলালশাঁহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বীরমুক্তিযোদ্বাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন,অভিভাবকগন,সুশীল সমাজের লোকজন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও মেলার উদ্বোধক নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া -২(আশুগঞ্জ – সরাইল)আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন মঈন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে স্থাপিত ষ্টল ঘুরে দেখেন এবং তাদের আবিষ্কৃত উপাদানগুলোর ভূয়সী প্রশংসা করেন।
সবশেষে মেলায অংশগ্রহনকৃত বিজয়ী সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
উল্লেখ্য যে, মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মোট ১৯ টি ষ্টল বসে। তাদের মধ্য থেকে সিনিয়র ও জুনিয়র গ্রুপ থেকে মোট ৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ১ ম,২য় ও ৩য় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।