নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০)।
তবে শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে তার জীবন রক্ষা পেয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে মালিবাগ ডিআইটি রোডে, আবুল হোটেলের দক্ষিণ পাশে ফুটপাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা ডা. ইউসুফকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন।
ঠিক সেই মুহূর্তে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি থেমে যান এবং আহত অবস্থায় ডা. ইউসুফকে পড়ে থাকতে দেখে দ্রুত একটি সিএনজি থামিয়ে তাকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করেন তিনি নিজেই।
পরে চিকিৎসা শেষে এসআই নূরনবী নিজ হাতে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন। শুধু তা-ই নয়, পরদিন (সোমবার) সকালে তিনি আহত চিকিৎসকের খোঁজখবর নিতেও তার বাসায় যান।
ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশে উপস্থিত লোকজন এসআই নূরনবীর এমন মানবিকতায় অভিভূত হন এবং তাকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ এখন শুধু আইন-শৃঙ্খলার রক্ষক নয়, মানবিক সহায়তাকারী হিসেবেও দায়িত্ব পালন করছে। এসআই নূরনবীর উদ্যোগ তারই উদাহরণ।”
ডিআই/এসকে