
পটুয়াখালীতে নিজ উদ্যোগে সহাস্রাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব মো. সুলতান আহমেদ মৃধা।
১৭ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় পটুয়াখালী পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের টাউন জৈনকাঠীস্থ হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজ মাঠ থেকে তিনি এ কম্বল বিতরণ করেন।
এসময় সৈয়দ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব মো. সুলতান আহমেদ মৃধা। এছাড়াও এসময় বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, বাংলাদেশ আওয়ামী লীগ,
পটুয়াখালী পৌর শাখার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধান কুমার শিল,সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন মৃধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা প্রমুখ।
এ সময় এলাকার সহাস্রাধিক শীতার্ত অসহায় দরিদ্র নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এর আগেও এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা নিজ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শত শত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন বলে গনমাধ্যমের প্রতিনিধিদের জানান তিনি।