
একাধিক অর্থঋনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী বাপ্পাদিত্ত’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার (১৭জানুয়ারি) র্যাব ১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি অর্থঋণের মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত দীর্ঘদিনের পলাতক আসামী বাপ্পাদিত্ত বসু (৪০)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ববলেও জানান তিনি।
ডিআই/এসকে