
হবিগঞ্জের মাধবপুরে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জমজমাট প্রতিটি হাটবাজার।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাধবপুর সদর উপজেলা বাজারের বিভিন্ন অলিগলিতে ক্রেতাদের উপস্থিত লক্ষনীয়।
এর মাঝে কাপড়ের দোকান, কসমেটিকস, ও জুতার দোকানে নারী পুরুষ, যুবক, যুবতী ও শিশুদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে হচ্ছে কাপড়চোপড় ও কসমেটিকস সামগ্রী। নারীরা কাপড়ের সাথে মিলিয়ে কিনছেন গলার হার, আংটি সহ নানা রকম অলংকার। স্কুল কলেজের ছাত্রীরা বেশির ভাগ লেডিস কর্নারে ভিড় জমাচ্ছেন, কিনছেন নিজেদের পছন্দ মত ত্রি-পিছ,সেলোয়ার-কামিজ সহ নানা রকম পছন্দের পোষাক। প্রতিটা মানুষের হাতেই দেখা যায় শপিং ব্যাগ। দোকানীরা জানান, কাপড়ের দাম কিছুটা বেশি হলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর বেচা কেনা খুব ভাল।
পূজার বাজারে নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে ওসি রকিবুল ইসলাম খান জানান,শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পুলিশের একটি টিম প্রত্যেকটি বাজারে ডিউটি করছে। তাদের পাশাপাশি সাদা পোশাকে আরও একটি টিম কাজ করছে।‘কোনো ঝামেলা ছাড়া ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারেন ও কাপড় কিনতে আসা ক্রেতারা শপিং করে বাড়িতে ফিরতে পারেন সে জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে৷