
লামা বনবিভাগের আওতাধীন বমু রিজার্ভ এলাকায় সম্প্রতিকালে গড়ে উঠান অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে ভেঙ্গে দিল লামা বিভাগীয় বন বিভাগ।
বুধবার (১৭জানিয়ারি) সকাল ১১ টায় বমু ফরেষ্ট অফিসের পূর্ব পাশে ভিলেজার পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে এ অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা করার সময় অংশ নেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম এতা এলাহী,তৈন রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী,মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মোঃ জসিম এলাহী,বিট কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক বিট কর্মকর্তা অসীম কান্তি দাশ, এএসআই মোঃ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।