প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ
নাশকতার মামলায় ফখরুল-খসরুর জামিন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর পল্টন থানার করা নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন।
মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন।
শুনানিতে আইনজীবীরা জানান, দুজনেই বয়স্ক, অসুস্থ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এই বিবেচনায় জামিনের আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।
প্রসংগত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশটি পরে আর অনুষ্ঠিত হয়নি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.