ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

পরিকল্পনা মন্ত্রীকে সংবর্ধনায় প্রস্তুত’ নান্দাইলবাসী’

বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’কে সংবর্ধনায় প্রস্তুত রয়েছে নান্দাইলবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রীর আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাধীনতার ৫২ বছর পর নান্দাইলবাসী এই প্রথম নিজ এলাকার মন্ত্রী হিসাবে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম এমপিকে সংবর্ধনা সহ স্বাগতম জানাতে যাচ্ছে। সে আনন্দে উপজেলায় সাঁজ সাঁজ রব বিরাজ করছে। নান্দাইল উপজেলা সহ ময়মনসিংহ-কিশেরাগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে সুবিশাল তোরণ ও পোস্টার-ব্যানার। উপজেলার প্রধান প্রধান মোড়গুলোর উঁচুস্থানে টাঙানো হয়েছে বিলবোর্ড। তবে নান্দাইল পৌর সভায় সবচেয়ে বেশি তোরণ নির্মাণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় পরিকল্পনা মন্ত্রী ঢাকার বনানীর বাসভবন থেকে সড়ক যোগে ময়মনসিংহ উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টায় নান্দাইল ডাকবাংলোতে উপস্থিত হবেন। সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৩টায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।
এছাড়া নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজবাড়ি নূরজাহান মহলে রাত্রি যাপন করবেন। সংবর্ধনাস্থলের আশপাশের সড়কের দুই ধারে তোরণ-ফেস্টুন সহ নৌকার আদলে তৈরি করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, স্বাধীনতা পর নান্দাইলবাসী মন্ত্রীর
পেয়েছে। তাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে সংবর্ধনায় প্রস্তুত দলীয় নেতাকর্মী সহ নান্দাইলবাসী। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন,মাননীয় পরিকল্পনা মন্ত্রীর আগমন উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি তথা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুনঃ