ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

রাতের আধারে হিন্দু কিশোরী কে নিয়ে মুসলমান ২ সন্তানের জনক’ রিয়াজ’ উধাও

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে ২ সন্তানের জনক মোঃ রিয়াজ ফকির হিন্দু কিশোরী অপর্না কে নিয়ে রাতের আধারে উধাও, এ ঘটনা ঘটে ১৬ জানুয়ারি রাত ৩টার দিকে। একি গ্রামের পরিচিত তারা পরে মুঠোফোনে অতপর গভীর মন দেয়া নেওয়া। প্রেমের টানে মুসলিম পরিবারে ২ সন্তারে বাবা রিয়াজ হিন্দু কিশোরী অপর্ণা কে নিয়ে পালল, অবাক প্রেম, ভালবাসা ও প্রেমপ্রীতি মানে না জাতকুল। কিংবা বয়স-আচার-আচারন ও রীতি। সনাতন ধর্মালম্বীর এ কিশোরী ও মুসলিম যুবকের মধ্যে মুঠোফোনে সম্পর্ক হয়। সেটিকে বাস্তব রুপ দিতে তারা স্বপ্ন বুনেন সুখের নীড় তৈরী করবে। এতে করে এ মুসলিম স্বামীর সংসার কচিকাঁচার দুটি অবুঝ শিশুকে ফেলে সটকে পড়ে। হিন্দু কিশোরী।

তবে জাতকুল ও ধর্ম তাকে থেমে রাখে নি। মেয়ের বয়স ১৭ ও যুবকের বয়স ৩৬। মেয়েটি অবাহিত।মুসলিম কিন্তু ছেলে বিবাহিত। কি হয়েছে বিবাহ আর বিবাহ হয়নি সেটিকে পাত্তাও দেয়নি এ যুবক ও যুবতী।সংসারের মায়া মমতা ও বন্ধন ছেড়ে পালিয়ে যায় হিন্দু কিশোরী কে নিয়ে। স্ত্রী নির্বাক,স্বামী হিন্দু কিশোরী কে নিয়ে উধাও হয়েছেন সেটি জেনে গেছেন স্ত্রী মনি বেগম তবু চাই ২ সন্তানদের বাবাকে ফিরিয়ে পেতে। প্রানপন প্রচেষ্টা চলছে। তবে প্রেমিক দম্পতি উধাও। নেই এ দুজনের সন্ধান। চলছে খোঁজাখোজি। ১৬ জানুয়ারি রাত ৩ টা থেকে এ দুইজনের নেই সন্ধান। তবে প্রেম প্রীতির এ সম্পর্ক প্রতারনার পূর্বাভাস পরিলক্ষিত হয়েছে।

কিশোরীর পিতা গৌতম এর তথ্য মতে, আমার মেয়ে আপর্না কে সকালে খোজা খুজি করে না পেয়ে পাশের বাড়ির রবি ঠাকুরের কাছে গেলে তিনি জানন মৃত্যু নুরু ফকির এর ছেলে মোঃ রিয়াজ ফকির রাতের আধারে নিয়ে পালিয়ে যায় এবং আমার মেয়ে মুঠোফোনে নিশ্চিত করেন যে সে রিয়াজের সাথে চলে গেছেন,
আর আমার মেয়ের সাথে কবে কিভাবে সম্পর্ক হয়েছে তা আমার ফ্যামিলির কেউ জানে না পরে আমারা ইউনিয়ান চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করি, নগত অর্থ বা স্বর্ণ অলংকার বাসা থেকে নিছে কিনা অপর্নার মা জানান, তার জামা কাপর ছারা কিছু নেয়নি ।

এদিকে রিয়াজের স্ত্রী জানান যে,১১ বছর পূর্বে মনি বেগমের সাথে রিয়াজএর মধ্যে মুসলিম শরিয়াত মোতাবেক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে এ দম্পতির ১ ছেলে ও ১ কনে সন্তান রয়েছে। ১ম সন্তানের নাম রেজাউল করিম (১২)২য় সন্তান নুসরাত জাহান(৭)বাবার খোঁজে দুই সন্তান প্রায় পাগল। জন্ম দাতা পিতার সন্ধান মিলছে না। এ দিকে মনি তার স্বামীর মুঠোফোন বার বার ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায় না।

শেয়ার করুনঃ