1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার: এক দিনের রিমান্ড মঞ্জুর ‎জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ মাভাবিপ্রবি দল, ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ আলোচিত সেই প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ প্রকাশের পর কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ জীবননগরের পেয়ারাতলায় সড়কে বেহাল দশা:চরম ভোগান্তিতে পথচারীরা অশ্রুসিক্ত নয়নে চির বিদায় শিশু ময়নাকে; জেলা বিএনপির অংশগ্রহণ উলিপুরে কদোয়ার চাষ কম খরচে দ্বিগুণ লাভে খুশি কৃষকেরা কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা সাংবাদিককের উপর হামলা-হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত

বিরামপুরে সাবেক স্ত্রীর দাপটে যুবক বাড়ি ছাড়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মিজানুর রহমান মিজান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে জেলার বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামে এক যুবকের তালাক প্রাপ্তা স্ত্রী জোর পূর্বক যুবকের বাড়িঘর দখলে নিয়ে বসবাস করার অভিযোগ উঠেছে। অসহায় যুবক বিচারের আশায় ধর্ণা দিলেও বাড়ি উদ্ধার বা তাকে সহায়তায় কেউ এগিয়ে আসছেনা।

বিরামপুর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার ভেলারপাড়া গ্রামের মৃত: সিদ্দিক আলীর ছেলে মনোয়ার হোসেন ২০১০ইং সালের ২৯ জুলাই একই উপজেলার যোতমাধব (বেড়াখাই) গ্রামের মোশারফ হোসেনের মেয়ে শবনম মোস্তারী রত্নাকে রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে করেন। শান্তিপূর্ণ সংসার করা কালীন তাদের একপুত্র ও এককন্যা সন্তানের জন্ম হয়। মনোয়ার হোসেন এলাকার বাহিরে চাকুরী করাকালীন জমি কেনার জন্য স্ত্রীকে টাকা দিলে স্ত্রী শবনম মোস্তারী রত্না সেই টাকা দিয়ে সুকৌশলে নিজের নামে ৬৯ শতক জমি কিনেছেন এবং মনোয়ারের একটি এনজিও থেকে স্ত্রী শবনম মোস্তারী রত্না ২২ লাখ টাকা হাতিয়ে নেন।

সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসার ঠিক রাখার স্বার্থে মনোয়ার নমনীয় মানসিকতা প্রকাশ করলেও স্ত্রী শবনম মোস্তারী রত্না স্বামীর অনুপস্থিতিতে পরোকিয়ায় জড়িয়ে পড়েন। আর তখন থেকেই শুরু হয় সংসারে অশান্তি। বিষয়টি নিয়ে অনেক দেন দরবারের পর গত ২০২৪ ইং সালের ২ নভেম্বর মনোয়ার হোসেন স্ত্রী শবনম মোস্তারী রত্নাকে আইনগত ভাবে তালাক প্রদান করেন। তালাকের ৭ মাস পর মনোয়ার হোসেন ২য় বিয়ে করেন। ২য় স্ত্রীকে নিয়ে মনোয়ার তার নিজ বাড়িতে উঠতে গেলে বাঁধে বিপত্তি। মনোয়ার হোসেন দেখেন, তালাকপ্রাপ্তা স্ত্রী শবনম মোস্তারী রত্না তার বাড়ি দখলে নিয়েছে এবং বাড়িতে উঠতে বাধা প্রদান করছে। গ্রাম্য দেন দরবারে শবনম মোস্তারী রত্না তার সাবেক স্বামীর বাড়ি না ছাড়ায় মনোয়ার হোসেন বাধ্য হয়ে চলতি ২০২৫ইং সালের ৬ জুন বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে অভিযুক্ত শবনম মোস্তারী রত্না জানান, স্বামী তাকে তালাক দিয়েছে এই খবর তিনি জানেন না। একারণে তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

তালাক রেজিষ্টারকারী কাজী নূর মোহাম্মদ জানান, শবনম মোস্তারী রত্না ও তার মা স্বশরীরে এসে আমার নিকট থেকে তালাকের বিষয়টি নিশ্চিত হয়ে গেছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তালাকপ্রাপ্ত স্ত্রী শবনম মোস্তারী রত্নাকে আহবান জানানো হলেও তিনি কোন সাড়া দেননি। একারণে মনোয়ার হোসেনকে আদালতের স্মরনাপন্ন হওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com