
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার মামলায় হাইকোর্টে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ওই দিন ফের হাইকোর্টের হাজির হতে হবে ভিপি নুরকে। এর আগে বুধবার সকালে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার মামলায় ব্যাখা দিতে হাইকোর্টের তলবে হাজির হন তিনি।
এর আগে গত ১১ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব করা হয়। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আজ সে বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন তিনি।