
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
বিএনপির মহাসমাবেশে পিটার হাস সহায়তা করেছেন, অভিযোগ রাশিয়ারবিএনপির মহাসমাবেশে পিটার হাস সহায়তা করেছেন, অভিযোগ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ বুধবার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পিটার হাস এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পিটার হাস বলেন, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সামনের দিনগুলোতে কাজ করতে চায় ওয়াশিংটন।
মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ঢাকা–ওয়াশিংটন।