
খেলেছেন ৬১ বল। রান তুলেছেন ১৩৭ রান। টি- টোয়েন্টি ম্যাচে এমন ঝোড়ো ইনিংস খেলেছেন ফিন অ্যালেন। একাই ১৬টি ছয় মেরেছেন নিউজিল্যান্ডের এ ব্যাটসম্যান। এতে বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন তিনি।
অ্যালেনের ১৬ ছক্কায় সবচেয়ে বেশি ভুগেছেন পাকিস্তান বোলার হারিস রউফ। এই ডানহাতি পেসারই হজম করেছেন ৬টি ছয়, যার মধ্যে ষষ্ঠ ওভারেই তিনটি। এ ছাড়া পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদির বলে মেরেছেন ৪টি ছয়। দুটি তৃতীয় ওভারে, দুটি ১৩তম ওভারে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শাহিনের এক ওভারে দুটি ছয় ও তিনটি চারসহ ২৪ রান তুলেছিলেন শাহিন। যা বাঁহাতি এ পেসারের টি- টোয়েন্টিতে সবচেয়ে খরুচে ওভার। অ্যালেনের রেকর্ড গড়া ইনিংসের দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২৪ রান তুলেছে নিউজিল্যান্ড।