ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে বিদর্শন ভাবনা কর্মশালা

তিন পার্বত্য জেলা থেকে অংশ নেওয়া প্রায় দের শতাধিক দায়ক-দায়িকা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় ৬দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালাই বিভিন্ন ধর্মীয় শিক্ষনীয় দেশনার প্রায় তিন পার্বত্য জেলা থেকে দের শতাধি দায়ক- দায়িকাগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে ১৭ জানুয়ারি বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে।বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের ছয় দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সমাপনীর দিন সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন বার মাঠ প্রদিক্ষণ করে পিন্ড শোভাযাত্রা করেন,ভিক্ষু সংঘের পিন্ডদানসহ ধর্মীয় দেশনার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারীর এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ১৩ ই জানুয়ারি শুক্রবার সকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা কর্মশালা। জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক”আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধি প্রাপ্ত ও বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বলে কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু জানান।বিদর্শন ভাবনা কর্মশালায় অংশ নেওয়ারা বলেন অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে অনেক ভুল করেছি,যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোন চেষ্টা করচ্ছি? তাই, মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন।এ বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলদ্ধি করতে পারে।ধ্যান করতে আসা ওরা বলেন কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিদর্শন ভাবনা কর্মশালা তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৪০ হতে ১৫০ জনের মতো দায়ক- দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্ৰহন করে।

কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারে মনোরম পরিবেশ থাকলেও কিন্তূ বিদর্শন কর্মশালা অংশগ্রহণ কারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,তার মধ্যে বিহারটিতে শৌচাগার,পাঠি,বালিশ,কম্বলসহ, মাঠ সংস্কার,অবকাঠামোর সমস্যা কথা তুলে ধরেন । বিশেষ বিহারে আশা নিদর্শন ভাবনা কর্মশালায় আশা বয়স্ক দায়ক- দায়িকাদের গত ছয় দিন ধরে বিহারের দায়ক-দায়িকাগণ যে হারে সেবা দিয়েছে ভোলার মতো নয়। তাই কুটুরিয়া পাড়া বাসিকে ধন্যবাদ জানান এবং বিহারের প্রয়োজনীয় সমস্যা গুলো সমাধানে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরীসহ বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দৃষ্টি কামনা করেন।বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা বলেন সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরো বেগবান হবে বলে জানান

শেয়ার করুনঃ