
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা করেছেন বেলায়েত হোসেন মিল্লাত। তিনি সরাইল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তাছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী হিসেবেও মানুষের কাছে সুপরিচিত।
সরাইল সদর ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক- ১ হিসেবে দায়িত্ব পালন করে রাজনীতিতে আসার পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
তিনি বলেন, যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে সরাইল উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার তা করার চেষ্টা করব। এ সময় সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।