কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র রায় (২৭) নামে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন ইসলামবাগ (ঝিনুক নগর) এলাকার লিচু (মিষ্টি, জিলাপি ব্যবসায়ীর) বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও হিন্দুপাড়া এলাকার সুরেশ চন্দ্র রায় অরফে হেলথেলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বোদা পৌরশহরে ঝিনুক নগর এলাকায় লিচুর বাড়িতে বিল্ডিং ঘরের লোহার এঙ্গেল লাগানোর কাজ করছিল ওয়েলডিং মিস্ত্রি পলাশ। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।