ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

রাজধানীতে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি আহম্মেদ নিজাম (৩৫)‘কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যা‌পিড অ‌্যাকশন ব‌্যা‌টি‌লিয়ন র‌্যাব-২।

বুধবার (১৭জানুয়া‌রি) সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) দিবাগত রা‌তে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়।

শিহাব করিম ব‌লেন,৪টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা ও ১টি পুলিশ এ্যাসাল্ট মামলা এবং ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি আহম্মেদ নিজাম (৩৫)‘কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন,আহম্মেদ নিজাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে।

আত্মগোপনে থেকে জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। আহম্মেদ নিজাম এর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১টি পুলিশ এ্যাসাল্ট মামলা ও ৪টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া খিলগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২ বছরের সাজায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ আভিযানিক দল গত রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহম্মেদ নিজামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়াশোনা সম্পন্ন করে।

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় সে উগ্রবাদী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর সাথে সম্পৃক্ত হয়। পরবর্তীতে সে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে চাকুরি করেছে এবং বর্তমানে সে বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রপে লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত।

গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে ব‌লেও জানান তি‌নি। সেই স‌ঙ্গে গ্রেফতারকৃত আসামিকে রাজধানী খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে ব‌লেও জানানো হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ