
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমার প্রদর্শনীর মধ্যদিয়ে চলচ্চিত্র নিয়ে এটিই দেশের বৃহত্তম আয়োজন।
চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা। তবে দেশি দর্শকের জন্য উৎসবের মূল আকর্ষণ ‘বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন’। এই বিভাগে দেশের কয়েকটি নির্বাচিত সিনেমা বিনামূল্যেই দেখানো হবে। আর সেগুলো থেকে বাছাই করে একটিকে দেওয়া হবে পুরস্কার।
এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জী, অঞ্জন দত্তসহ বিভিন্ন দেশের নামীদামি সব তারাকারা।
বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন বিভাগের প্রথম সিনেমা হিসেবে ২০ জানুয়ারি প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সিনেমাটি প্রদর্শিত হবে। ২১ জানুয়ারি একই ভেন্যুতে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’ সিনেমাটি।
২২ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’।
বরাবরের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ২৮ জানুয়ারি পর্যন্ত এই উৎসবে এবার যোগ দেবেন দেশ-বিদেশের নির্মাতা ও কলাকুশলীরা। এবারের উৎসবেও রয়েছে মাস্টারক্লাস। উৎসবে যোগ দেবেন খ্যাতনামা ইরানীয় চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদী, অঞ্জন দত্ত, শর্মিলা ঠাকুরসহ অনেকে। এছাড়াও রয়েছে চিত্রনাট্য প্রতিযোগিতা।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসা উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।