
আগামীকাল বুধবার ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষায় প্রতি অর্থবছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
সেই অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ জানুয়ারি) ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে যার খসড়া অনুমোদন হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারও মুদ্রা সংকোচন নীতি গ্রহণ করা হবে। ফলে সুদের হার বাড়বে। কারণ, মূল টার্গেট থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এমনটি হলে টাকার মান বৃদ্ধি পাবে।