
ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী
শুক্রবার থেকে গড়াতে চলেছে। তার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
আসর শুরুর দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় দুপুর দুটায় গড়াবে লড়াই। ব্লুমফন্টেইনে ভারতকে হারিয়েই আসর শুরু করতে চায় যুবা টিম টাইগার্স।
মঙ্গলবার ‘ক্যাপ্টেন ডে’তে এমনটাই জানিয়ে টাইগার অধিনায়ক রাব্বি বলেছেন, ‘আমরা ম্যাচগুলো স্বাভাবিকের মতই খেলব। কোচের কাছ থেকে দারুণ ইনপুট পেয়েছি।টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আশা করছি।