
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে মোটরসাইকেলসহ ৭ কেজি রূপার গহনা উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়েে যায়। ডিবি পুলিশ চোরাচালানীকে ধাওয়া করলে দামুড়হুদা বাসষ্ট্যান্ড এলাকার এক বাড়ির ভিতর ঢুকে পালিয়ে যায়।
এসময় ডিবি পুলিশ চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মোটরসাইকেলটিতে তল্লাসী করে। মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো মোটরসাইকেলের কসটেপ দিয়ে মোড়ানো ৮ ব্যান্ডেল হতে প্রায় ৭ কেজি তৈরীকৃত রূপার গহনা উদ্ধার করে।
যার তৈরিকৃত রুপার গহনার আনুমানিক বাজর মৃল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ রূপার তৈরীকৃত গহনা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। তবে গহনা ফেলে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় নেওয়া হবে।