প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার, আটক-১

পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় চোর সিন্ডিকেট চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬- জানুয়ারি) ২০২৪ ইং তারিখে জেলার তেঁতুলিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আবু মুসা সরকার, এসআই আব্দুর রাজ্জাক, এসআই বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে দুপুর ০২ টা ৩০ মিনিটে তেতুলিয়া থানাধীন ধৃত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম(২৫), পিতা- মোঃ রমিজুল ইসলাম, সাং- ভজনপুর ডাঙ্গাপাড়া, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় এর বসত বাড়িতে সহ পলাতক অন্যান্য আসামিদের বসতবাড়ি তল্লাশি করে চুরি যাওয়া একটি লাল রংয়ের গাই গরু ও ১টি লাল বাছুর এবং একটি সাদা-কালো রংয়ের গাই গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
সেই সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিরা পালিয়ে যায়। উল্লেখ্য যে, এর আগে গত ১২/১/২০২৪ ইং তারিখে রাত ১২.৩০ মিনিটে বাদী নিত্যানন্দ কুমার বর্মন (৪৭), পিতা- মৃত সুশিল চন্দ্র বর্মন সাং- আটিয়াগ্রাম, ডাক- নয়াদিঘী ৯ নং সাকোয়া ইউপি, থানা : বোদা, জেলা-পঞ্চগড় প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সহ রাতের খাবার খেয়ে তার বাড়ীতে পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভিতর গরু রেখে দরজা তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়েন।
বাদী ঘুমানোর পর প্রকৃতির ডাকে সাড়া পেয়ে ১২/০১/২০২৪ খ্রিঃ ভোর ০৫.৩০ মিনিটে বাহিরে বের হয়ে দেখতে পান যে, তার গোয়াল ঘরের দরজার তালাভাঙ্গা। তিনি তাৎক্ষণিক গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন যে, তার গোয়াল ঘরে রক্ষিত ১টি উন্নত জাতের গাই গরু বাছুরসহ নাই । যার রং- লাল, বয়স- নতুন জুয়ান, যার মূল্য অনুমান- ৯০,০০০/- টাকা। ১টি উন্নত জাতের বাচ্ছি গরু নাই। যার রং- সাদা কালো, বয়স আগর, যার মূল্য অনুমান- ৭০,০০০/- টাকা, উন্নত জাতের ০২টি আড়িয়া গরু নাই। রং- ১টি লাল ও ১টি লাল অংচা, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭৫,০০০+ ৭৫,০০০ = ১,৫০,০০০/-। একটি খাসি ছাগল নাই। রং- কালো, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭,০০০/- নাই। বাদী ডাক চিৎকার করতে থাকলে স্বাক্ষীগণসহ আশে পাশের লোকজন ঘটনাস্থলে আসে। বাদী সাক্ষীগন সহ তার গরু গুলি খুঁজতে থাকে। খোঁজা খুঁজি করে না পেয়ে বাদী বোদা থানায় অভিযোগ আনয়ন করলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-২০, তারিখঃ ১৬/০১/২০২৪, ধারা-৪৫৭/৩৮০ রুজু করা। মামলার ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে।
চোর সিন্ডিকেটের সদস্য সনাক্ত ও গ্রেফতার করা সহ চোরাই গরু গুলি উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছেন। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা সহ চোরাই অপরাপর গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.