
সুত্রে জানা গেছে, শান্তি পূর্ণ পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী সদর শাখার-২০২৪ ইং’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী সদর পুরাতন সাবরেজিস্টার অফিসে উক্ত ভোট অনুষ্ঠান শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টার সময় শেষ হয়। এ নির্বাচনে বেসরকারি ভাবে সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম আকন(৭৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান আখন্দ(৩৭) ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আবদুর রব কিসলু(৮১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সামসুল হক সোহেল গাজী (৬৩) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা(৯২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দ্বীন ইসলাম তালুকদার (২০) ভোট পেয়েছেন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন হাওলাদার (জহির) (৭৭) ও মোঃ মতিউর রহমান তালুকদার (৭৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউসুফ আকন(৫৬) ভোট পেয়েছেন। ক্যাশিয়ার পদে মোঃ শাহজাহান তালুকদার (৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজমূল আহমান(৩৩) ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার (৬৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলাম ভুট্ট মৃধা(৪৭) ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান(জিয়া)(৭৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ -আল- মামুন (৩৪) ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ নেছার উদ্দিন( কামাল)(৬০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আল-মামুন(৫৩) ভোট পেয়েছেন।ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ খায়রুজ্জামান (৭৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন মোল্লা (৩৫) ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন (৬৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক তালুকদার (৪৪) ভোট পেয়েছেন।এছাড়াও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন। যারা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, মোঃ মজিবুর রহমান শাহিন,মোঃ সাইফুল ইসলাম সুজন,মোঃ রাসেল ইকবাল, মোঃ ফিরোজ আলম ও মোঃ রেজাউল হক। উক্ত নির্বাচন পরিচালনা করেন, এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ নুরুল হক, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন তালুকদার, আবদুল লতিফ খন্দকার ও মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও এসময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হাজী সুলতান আহমেদ মৃধা,মোঃ আলমগীর হোসেন ও মোঃ আবুল হাসান। এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সদর সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুক ও উক্ত অফিসের অফিস সহকারী আবদুর রব ও রেকর্ড কিপার মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ। এ নির্বাচনে ১১৩ ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়োগ করেন।এর মধ্যে ২৫ টি ভোট বাতিল হয় বলে জানা যায়। প্রসঙ্গত : বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী সদর উপজেলা শাখার এ নির্বাচন প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত হয় বলে জানা যায়।