
আশুগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার(১৬ জানুয়ারী) সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজি তাহমিনা শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, লিমা সুলতানা।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজি মহিউদ্দিন মোল্লা,সরকারী হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, আলালশাঁহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা ছাড়াও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য যে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া -২( সরাইল- আশুগঞ্জ) আসনের