নড়াইলে গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার শিহাব মোল্যা নড়াইল সদর উপজেলার ডাংগাসিংগা গ্রামের মো: গফ্ফার মোল্যার ছেলে। পুলিশ জানায়, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) সোমবার রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামে অভিযান চালিয়ে শিহাব মোল্যা নামে ওই যুবককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।