
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।সোমবার রাত নয়টার দিকে পূবাইলের আক্কাছ মার্কেট এলাকার ওই ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার।স্থানীয় এক ব্যবসায়ী জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। কিছুক্ষেনের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। তখন এলাকাবাসী ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল কবির বলেন, দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভানো হয় রাত ২টা ৪০ মিনিটে। আগুন
লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। তবে আগুনে সিগারেটের প্যাক, কার্টন, ফিল্টার, তামাকের গুঁড়োসহ ঝুটমাল পুড়ে গেছে।
এ বিষয়ে মালিক সাদ্দাম হোসেনের দাবি, গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তার ধারণা, কেউ অগ্নিসংযোগ করেছেন। আগুনে অন্ততঁ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।