
বাগেরহাটের মোরেলগঞ্জে গরীব, অসহায়দের মাঝে কেয়ার বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ভ্যান চালক, অটো চালক, যাত্রী বাহি মোটর সাইকেল চালকসহ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার রাতে মোরলগঞ্জের কেয়ার বাজারে বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে শতাধিক শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময়উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা আব্দুল্লাহ আল জাবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ । কম্বল বিতরনকালে উপজেলা র্নিবাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, জেলা প্রশাসকের র্নিদেশনায় রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।অপরদিকে উপেজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডে চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে র্পযাপ্ত কম্বল বিতরনের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক
র্কাযক্রম অব্যাহত থাকবে।