প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ
আত্রাইয়ে অগ্নিকারণ্ডে নগদ টাকাসহ বসতঘর পুড়ে ছাই

আত্রাইয়ে অগ্নিকারণ্ডে নগদ টাকাসহ বসতঘর পুড়ে ছাই।
নওগাঁর আত্রাইয়ে অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার ১৬ জানুয়ারি ২০২৪ রাত ১ টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের রিশিপাড়া গ্রামের মৃত্যু মরুর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেয়েছে।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ৩ লাখ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল খালেক বিশা ও আবুল কালাম, পলাশ চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি।
এলাকার সাধারণ জণগণ বলেন আমরা রাতে গিয়ে ওই বাড়ির আসে পাসের অনেকগুলো বাড়ি ঘর গুলো কোন রকম রক্ষা করতে পেরেছি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.