প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
বেতাগী বিষখালী নদীতে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবু কালাম (২৫)কে ৫০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জানুয়ারি) রাত সারে ৮ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী পৌর শহরের কালি বাড়ি সংলগ্ন এলাকায় বিষখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আ: সুবাহানের পুত্র আবু কালামকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.