প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ
হবিগঞ্জ ২০০ বছরের ঐতিহ্যবাহী পইল মাছের মেলা

পৌষসংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতি বছরের ন্যায় এইবছরও ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫জানুয়ারি) সকাল থেকে পইল নতুন বাজার খেলার মাঠে মাছের মেলাটি অনুষ্ঠিত হয়।
পৌষ মাসের শেষ দিন পৌষসংক্রান্তি উপলক্ষে প্রায় ২০০ বছরের ধরে ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মূল মেলা একদিনের হলেও মেলার পূর্ব ও পরের দিনসহ তিন দিনব্যাপী এ মাছ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলার দিন দুপুর থেকেই বিভিন্ন দেশি-বিদেশি মাছের দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা।
দিনে ক্রেতা উপস্থিতি কম হলেও সন্ধ্যার পর থেকে মেলার পরিধি ও লোকজনের উপস্থিতি বাড়তে থাকে।
রুই, বাঘাইর,, কাতলা, ঘাগট, বোয়াল, চিতল, কারফু, কালবাউস, ঘাসকার্প, চিংড়ি, পুটি, কই, চিতল, চাপিলাসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি মাছ নিয়ে বসেন বিক্রেতারা। ছোট্ট, মাঝারি, এমনকি বড় সাইজের ৩০/৪০ কেজির মাছও এই মেলায় পাওয়া যায়।
মেলা ঘিরে ফার্নিচার, নিত্যপ্রয়োজনীয় জিনিস বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের দোকানপাট বসে। প্রতিবছর এই দিনে ঐতিহ্যবাহী পৌষসংক্রান্তিতে মেলা থেকে মাছ কিনে গ্রামের লোকজন তাঁদের জামাতা ও মেয়েকে দাওয়াত করেন। অন্য স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়।
মাছ কিনে আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠানো হয় । আজ সকালে মেলার সমাপ্তি ঘটবে ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.